সাতক্ষীরা

সাতক্ষীরায় করোনা উপসর্গে এক নারীসহ দুই জনের মৃত্যু

By daily satkhira

February 03, 2022

আসাদুজ্জামান : সীমান্ত জেলা সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে এক নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান। মৃতরা হলেন, কালিগঞ্জ উপজেলার রামনগর কালিকাপুর গ্রামের নাসির উদ্দীন সরদারের স্ত্রী হালিমা খাতুন (৭০) ও শ্যামনগর উপজেলার গোমানতলী গ্রামের মৃত হাসিম মেল্লার পুত্র আব্দুল গফুর (৮৬)। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত পহেলা জানুয়ারী তারা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান।

এ নিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৮০২ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৮ জন। এদিকে, গত ২৪ ঘন্টায় ১৭০ জনের নমুনা পরীক্ষা শেষে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৮২ জন। যা শনাক্তের হার ৪৮ দশমিক ২৩ শতাংশ। জেলায় বর্তমানে ৫৭০ জন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ৫৪৭ জন বাড়িতে ও বাকী ২৩ জন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসেইন শাফায়েত, করোনা সংক্রমন থেকে রক্ষা পেতে সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সকলকে মাস্ক পরার আহবান জানান।