আন্তর্জাতিক

প্রচণ্ড গরমে ১০ জনের মৃত্যু

By Daily Satkhira

June 06, 2017

ভারতের উত্তর প্রদেশে গত ২৪ ঘণ্টায় ভয়াবহ তাপদাহে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। আজ মঙ্গলবার এক সিনিয়র কর্মকর্তা এ কথা বলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘রাজ্যের বুন্দেলখন্দ অঞ্চলে চারজন মারা গেছে। বাহরাইচ জেলার আভাদ অঞ্চলে প্রচণ্ড গরমে ছয় শিশু মারা গেছে। ’

তিনি আরো বলেন, ‘তাপদাহের কারণে আরো অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। এদের অধিকাংশই শিশু। তাদেরকে রাজ্যের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ’

এদিকে আবহাওয়া বিভাগ জানিয়েছে, উত্তর প্রদেশের বেশ কয়েকটি এলাকা বিশেষত এতাওয়াহ, মণিপুরী, উন্নাও, কানপুর ও রাজ্যের রাজধানী লাখনৌয়ের তাপমাত্রা প্রায় ৪৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে।

রাজ্যটিতে গত রবিবার চলতি মৌসুমের উষ্ণতম দিন ছিল। এই দিন সেখানে তাপমাত্রা ছিল ৪৮ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল পুরো ভারতের মধ্যে সর্বোচ্চ। সূত্র: খবর সিনহুয়া’র।