আন্তর্জাতিক

মসুলে আটক শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করছে আইএস

By Daily Satkhira

June 06, 2017

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের মসুল নগরীতে প্রায় এক লাখ নিরীহ শিশু আটকা পড়েছে। তাদেরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ এবং এ সব অসহায় শিশুকে দায়েশের পক্ষে লড়তেও বাধ্য করা হচ্ছে।

জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের ইরাকি প্রতিনিধি এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, পশ্চিম মসুল এবং মসুলের পুরানো এলাকায় বিপজ্জনক অবস্থার মধ্যে পড়েছে প্রায় এক লাখ ছেলে-মেয়ে। পশ্চিম মসুলে অনেক শিশুসহ বেসামরিক মানুষ নিহত হওয়ার আতঙ্কজনক খবর জাতিসংঘ পাচ্ছে বলেও জানান তিনি।

ইরাকি বাহিনী গত এপ্রিলে মসুলের পুরানো এলাকা মুক্ত করার অভিযান শুরু করেছ। কিন্তু প্রচণ্ড নগর যুদ্ধ এবং বেসামরিক মানুষদের ঢাল হিসেবে দায়েশের ব্যবহারের কারণে ইরাকি বাহিনীকে ধীর গতিতে এগোতে হচ্ছে।