সাতক্ষীরা জেলা বিএনপির পাল্টাপাল্টি কমিটি অনুমোদন হয়েছে। ৭ ফেব্রুয়ারী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তারিকুল হাসান, আব্দুর রউফ ও মৃনাল কান্তি রায় স্বাক্ষরিত একপত্রে জেলা বিএনপিরও আওতাধীন ১ পৌরসভা ও ৪টি উপজেলার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটি গুলো হচ্ছে কালিগঞ্জ, আশাশুনি, দেবহাটা, সদর উপজেলা এবং পৌরসভা। এর মধ্যে সিরাজুল ইসলামকে আহবায়ক ও গোলাম ফারুক বাবুকে সদস্য সচিব করে দেবহাটা উপজেলা, শেখ মাসুম বিল্লাহ শাহীনকে আহবায়ক ও আব্দুল্লাহ আল মামুন রাজুকে সদস্য সচিব করে পৌর শাখা, আসিফুর রহমান তুহিনে আহবায়ক ও জাকির হোসেন বাবুকে সদস্য সচিব করে আশাশুনি উপজেলা শাখা, এড. আব্দুস সাত্তারকে আহবায়ক ও জাহাঙ্গীর আলমকে সদস্য সচিব কালিগঞ্জ উপজেলা, আবুল হাসান হাদীকে আহবায়ক ও প্রভাষক আতাউর রহমানকে সদস্য সচিব করে সদর উপজেলা কমিটি সহ ৫টি ইউনিটের কমিটি অনুমোদন দেওয়া হয়। এদিকে গত ৫ ফেব্রুয়ারী রাতে জেলা বিএনপির আহবায়ক ইফতেখার আলী ও সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যান সাতক্ষীরা পৌরসভা,সদর, কালিগঞ্জ, আশাশুনি, দেবহাটার আহবায়ক কমিটি অনুমোদন দেন। এর একদিন পরেই একই ইউনিটের পাল্টা কমিটি অনুমোদন দেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তারিকুল হাসান, আব্দুর রউফ ও মৃনাল কান্তি রায়। প্রেস বিজ্ঞপ্তি