আশাশুনি

আশাশুনির কেওড়া পার্কে পাখির অভয়াশ্রমের উদ্বোধন

By daily satkhira

February 07, 2022

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি মরিচ্চাপ রিভার ভিউ কেওড়া পার্কে পাখির অভয়াশ্রম উদ্বোধন ডেস্ক রিপোর্ট: গাছে গাছে মাটির ভাড় বেঁধে দিয়ে সাতক্ষীরা আশাশুনি মরিচ্চাপ রিভার ভিউ কেওড়া পার্কে পাখির অভয়াশ্রম উদ্বোধন করা হয়েছে। প্রাণ বৈচিত্র্য রক্ষায় পার্কের গাছে গাছে ১০০টি মাটির ভাড় বেঁধে দেন আমরা বন্ধু’র সদস্যরা। সোমবার (৭ ফেব্রুয়ারি জেলা প্রশাসন,

উপজেলা প্রশাসনের পরিকল্পনা ও তত্ত্বাবধানে এবং স্বোচ্চাসেবী সংগঠন আমরা বন্ধুর সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাখির অভয়াশ্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, আশাশুনির নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ানুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) শাহিন সুলতানা,

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, উপজেলা শিক্ষা কর্মকর্তা গাজী সায়ফুল ইসলাম, আমরা বন্ধু’র প্রতিষ্ঠাতা এসএম নাহিদ হাসান, সিনিয়র সদস্য গাজী আসাদ, আব্দুল কাদের, ফাহাদ হোসেন, আশাশুনি উপজেলা টিমের সদস্য আহসানউল্লাহ, তন্ময় হালদার, শাহরুল, জাবিবুল্লাহ, সুশান্ত, জুবায়ের প্রমুখ।