সাতক্ষীরা

সাতক্ষীরায় হিফজুল কুরআন প্রতিযোগিতার জেলা পর্যায়ের বাছাই

By daily satkhira

February 08, 2022

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরায় দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে বাংলাভিশনের জনপ্রিয় অনুষ্ঠান “পুষ্টি পবিত্র কুআনের আলো” শীর্ষক হিফজুল কুরআন প্রতিযোগিতা জেলা পর্যায়ের বাছাই পর্ব-২০২২। সাতক্ষীরা জেলা ইমাম সমিতি সাতক্ষীরার ব্যবস্থাপনায় মঙ্গলবার দিনব্যাপী শহরে তুফান কনভেনশন সেন্টারে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্থান থেকে ২৫ জন ক্ষুদে হাফেজ অংশগ্রহন করেন। বিশিষ্ট্য সমাজসেবক আলহাজ¦ আবুল কালাম বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, পুষ্টি পবিত্র কুরআনের আলোর ঢাকার হাফেজ মাও. শফিকুল ইসলাম, অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর থানা জামে মসজিদের খতিব মাও. মাহমুদুল হাসান মাহমুদী ও মাও. মনিরুল ইসলাম ফারুকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

আল-আরাফাহ ইসলামী ব্যাংক সাতক্ষীরার ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, সিনিয়র শিক্ষক মুহাদ্দিস আবুল খায়ের, সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার মুফতি আক্তারুজ্জামান, জেলা ইমাম সমিতির সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, মাও. কাজী মাহাবুবুর রহমান, হাফেজ মাও. জুলফিক্কার আলী, মাও. শহীদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে বিচারকরা খুলনা বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহনের জন্য ৫ জনকে ইয়েস কার্ড প্রদান করেন। এর আগে প্রতিযোগিতায় অংশ গ্রহন প্রথম ১৩ জন পুরস্কৃত করা হয়।##