কালিগঞ্জ

কালিগঞ্জে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান

By Daily Satkhira

June 06, 2017

এস এম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু : কালিগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় অফিসাস ক্লাব মিলনায়তনে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের পরিচালনা কমিটির সভাপতি ও কুশুলিয়া ইউপি সাবেক চেয়ারম্যান খান লতিফুর রহমান বাবলুর সভাপতিত্বে শিক্ষার্থীদের মাঝে চেক প্রদান করা হয়। পল্লী উন্নয়ন কেন্দ্রের আয়োজনে ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈন উদ্দিন হাসান। অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন বে-উন্নয়ন সংস্থা মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক জিএম ফিরোজ আহম্মেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলারোয়া বঙ্গবন্ধু মহিলা কলেজের প্রভাষক ও মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের সহ-সভাপতি অতিয়ার রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন শেখ রবিউল ইসলাম, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের ২য় বর্ষের ছাত্রী সনিয়া পারভীর ও সাতক্ষীরা নব-জীবন পলিটেকনিক ইন্সিটিটিউটের ২য় বর্ষের ছাত্র মইনুল ইসলাম প্রমুখ। মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের হিসাব রক্ষক শেখ দারুস সালাম এর সার্বিক সহযোগীতায় গিয়াস উদ্দিনের সঞ্চালনায়  অনুষ্ঠানে ৬৩ জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীকে ৭ লাখ ৫৬ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।