ফিচার

সাতক্ষীরায় করোনা উপসর্গে ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৭ জন

By Daily Satkhira

February 10, 2022

আসাদুজ্জামান: সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় করোনার সংক্রমনের হার উঠা-নামা করলেও বৃদ্ধি পাচ্ছে করোনার উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটির উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তারা মারা যান।

এদিকে, গত ২৪ ঘন্টায় ১০০ জনের নমুনা পরীক্ষা শেষে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২৭ জন। যা শনাক্তের হার ২৭ শতাংশ।

তবে, করোনার সংক্রমন ও মৃত্যুর হার বৃদ্ধি পেলেও সাধারণ মানুষের মাঝে দেখা যাচ্ছে না স্বাস্থ্যবিধি মানার কোন প্রবনতা। এছাড়া প্রশাসনের পক্ষ থেকেও দেখা যাচ্ছে না কোন তৎপরতা।

ভাইরাসটির উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় যারা মারা গেছেন তারা হলেন, তালা উপজেলার পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রামের মৃত ফজলে করিমের পুত্র সিরাজুল ইসলাম (৬৫), সদর উপজেলার পাথরঘাটা গ্রামের মৃত মান্দার দালালের পুত্র আবুল হোসেন (৭৫), শ্যামনগর উপজেলার পারনপুর আজাদনগর গ্রামের মৃত মুৎলা সরদারের পুত্র মোহাম্মদ আলী (৬০) ও একই উপজেলার নয়নতারা চাঁদদনীমুখা গ্রামের আব্দুল্লাহ গাজীরপুত্র আল-আমিন (১৬)।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত এক সপ্তাহের মধ্যে বিভিন্ন সময়ে তারা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৮২৪ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো মোট ৯১ জন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসেইন শাফায়েত জানান, জেলায় বর্তমানে ৫৫৪ জন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ৫৫৪১ জন বাড়িতে ও বাকী ১৩ জন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি এ সময় করোনা সংক্রমন থেকে রক্ষা পেতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সকলকে মাস্ক পরার আহবান জানান।