নিজস্ব প্রতিনিধি : “বিশ^ ভালোবাসা দিবসে, সুন্দরবনকে ভালোবাসি” শ্লোগানে সাতক্ষীরায় সুন্দরবন দিবস পালিত হয়েছে। নারী উন্নয়ন সংগঠন প্রেরণার সহযোগিতায় এবং সি ওয়াই ডি এর আয়োজনে সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা সুন্দরবন সংলগ্ন আকাশ নীলার সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, নারী উন্নয়ন সংগঠন সি ওয়াই ডি’র সভাপতি বিবেক সরকার। সাধারণ সম্পাদক রতœা রানী সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদুজ্জামান,
বিশ^ সুন্দরবন দিবস উপলক্ষে সাতক্ষীরায় মানববন্ধনপ্রেরণা নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী, মরমী নারী সংগঠনের নির্বাহী পরিচালক প্রতিমা রাণী, হাতছোলা নারী সংগঠনের সীমা রানী, প্রচেষ্টা মহিলা ক্লাবের নির্বাহী পরিচালক সুফিয়া খাতুন প্রমুখ। সুন্দরবন দিবস পালন উপলক্ষে আলোচনাসভা এবং মানববন্ধন শেষে পরিচ্ছন্নতা বজায় রাখতে আকাশ নীলার মধ্যে ৫টি ডাস্টবিন এবং ১ টি সাইনবোর্ড স্থাপন করেন। এসময় বক্তারা বলেন, সুন্দর আমাদের কে মায়ের মত বুক আগলে রেখেছে। আজ সুন্দরবন দিবসে আমরা সুন্দরবনকে মায়ের মত ভালোবাসবো। ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসবো। এর আগে সোমবার সকাল ১০টায় শহরের নিউমার্কেট মোড়ে সেচ্ছাসেবী সংগঠন (ভিবিডি) সাতক্ষীরার আয়োজনে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সংগঠনের সভাপতি সুব্রত হালদার, সাধারন সম্পাদক হোসেন আলী, মানবসম্পাদক বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান তুর্য, স্বেচ্ছা সেবী রিপন হোসেন, ফাতেমা তুজ জোহরা প্রমুখ।