সাতক্ষীরা

সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি ঘোষণা

By daily satkhira

February 14, 2022

সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি(আংশিক) ঘোষণা করা হয়েছে৷ নতুন কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন সূর্যসেন হল ছাত্রলীগের সদ্য সাবেক কার্যনির্বাহী সদস্য মোঃ আবু তালেব এবং সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবেন মোঃ রবিউল ইসলাম আকাশ৷ এই কমিটি কে আগামী এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে৷ গত ১১ ফেব্রুয়ারি (শুক্রবার) সমিতির সভাপতি সৈয়দ শরিফুল আলম শপু এবং সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন ও অন্যান্য উপদেষ্টা সদস্যদের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়৷

এছাড়া ২১ সদস্যের এই কমিটির সহ সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন মাহবুবা শান্তা,মামুনুর রসিদ আবির, রতœা পারভীন, আবু রায়হান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন মোঃ রিফাত, নাহিদ ইমরান মাছুম,সুমাইয়া আফরোজ নিশো,আয়ান হোসেন জর্জ। এছাড়াও কমিটির বিভিন্ন পদে দায়িত্ব পেয়েছেন মামুন,জুঁই,সুজয়, তাইফুর, বোরহান, অনীশ,আল আমীন,ওবাইদুল, মীম,মাছুম বিল্লাহ,মহসিন

আবু তালেব বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ও আকাশ ব্যবস্থাপনা বিভাগে অধ্যয়নরত এবং উভয় স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী৷

উল্লেখ্য, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আঞ্চলিক সংগঠনের মধ্যে অন্যতম একটি সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব সাতক্ষীরা (ডুসাস)৷ নিয়মিত সেশনের পাশাপাশি সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের নানা কার্যক্রম পরিচালনায় যুক্ত রয়েছে৷

নব মনোনীত সভাপতি মোঃ আবু তালেব জানান, “ডুসাস (ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব সাতক্ষীরা) সাতক্ষীরা থেকে আগত ছাত্র-ছাত্রীদের কাছে একটি আবেগের নাম৷ করোনা মহামারির কারণে দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় শিক্ষার্থীদের কল্যাণে কিছু মানবিক কার্যক্রম চললেও ক্যাম্পাস কেন্দ্রিক কোনো প্রকার আয়োজন সম্ভব হয়নি৷ এজন্য নতুন কমিটির কাছে শিক্ষার্থীদের প্রত্যাশা অনেক বেশি৷ বিষয়টি মাথায় রেখে সর্বপরি সংগঠন কে এগিয়ে নিয়ে যেতে এবং এর গতিশীলতা বৃদ্ধি করার ক্ষেত্রে আমরা সর্বদা বদ্ধপরিকর৷”

সাধারণ সম্পাদক আকাশ বলেন, “সাতক্ষীরা জেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় যারা পড়াশোনা করেন তাদের সবাইকে এই সংগঠনের সাথে সংশ্লিষ্ট করে সংগঠনটিকে আরো বেশি গতিশীল এবং সুনিপুণ করতে চাই। ঢাবির বুকে আমাদের সংগঠন যেন অনন্য সাক্ষর রেখে যেতে পারে সে চেষ্টা করবো।” প্রেস বিজ্ঞপ্তি