সাতক্ষীরায় নদী ও পরিবেশ রক্ষা কমিটির কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকালে আব্দুর রাজ্জাক পার্ক চত্বরে এক জরুরি সভায় উক্ত কমিটি গঠন করা হয়। আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পূর্বে কমিটি ভেঙে দেওয়া হয়। একই সাথে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আদিত্য মল্লিককে সভাপতি, মফিজুর রহমানকে সাধারণ সম্পাদক ও আবু সেলিমকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট নদী ও পরিবেশ রক্ষা কমিটি গঠন করা হয়। কমিটি গঠন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কওছার আলী, শওকত আলী,
মামুন হোসেন, মফিজুর রহমান, আবু সেলিম,আব্দুস সামাদ, হাবিবুর রহমান, সেলিম হোসেন, নাজমুল হাসান বাবু, আবু সুফিয়ান সজল, সাহাজান আলী, ইসমাইল হোসেন, মাসুদ রানা, সেলিম তরফদার, আদিত্য মল্লিক, আব্দুর রব পলাশ, ইউছুফ আলী সরদার প্রমুখ। বক্তারা বলেন, সাতক্ষীরাকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার ঘোষনা মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। সাতক্ষীরার জন্য তার এই উদ্যোগ দ্রুত বাস্তবায়ন হোক। এছাড়া সম্প্রতি মহাসড়কের ধার থেকে হওয়া সকল ভূমিহীনদের তালিকা তৈরি করে দ্রুত তাদের পূর্নবাসনের ব্যবস্থা করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি