আন্তর্জাতিক

ব্রিটেনে স্মরণকালের শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাত

By Daily Satkhira

February 18, 2022

বিদেশের খবর: যুক্তরাজ্যে আঘাত হেনেছে স্মরণকালের শক্তিশালি ঘূর্ণিঝড় ইউনেস।স্থানীয় সময় শুক্রবার সকাল বেলা আঘাত হানে ঝড়টি উপকূলীয় অঞ্চলে আঘাত হানে। ঝড়ের তাণ্ডবে রেড অ্যালার্ট জারি করা হয়েছে যুক্তরাজ্যের দক্ষিণ ও পূর্বাঞ্চল এবং ওয়েলসে।

বিবিসি জানিয়েছে, ইউনিসের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে দেশটির কয়েক লাখ মানুষ। তাদেরকে নিজের বাড়িতে অবস্থান করার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে ট্রেন ও ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। হিথ্রো বিমানবন্দরে ৬৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে ঝড়ের কারণে। আয়ারল্যান্ডে ৫৫ হাজার বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে বলেও জানা গেছে।

এদিকে বৃটিশ সরকার ঝড়ের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত করেছে।

আবহাওয়াবিদরা বলছেন, ঝড়ের সময় বাতাসের গতি ঘণ্টায় ১০০ মাইল পর্যন্ত হতে পারে। দক্ষিণ ইংল্যান্ডের একটি দ্বীপ আইল অব ওয়াইটের একটি স্থানে বাতাসের গতি ইতোমধ্যে ঘণ্টায় ১২২ মাইল ছিল বলে রেকর্ড করা হয়েছে। উত্তর আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের কোথাও কোথাও তুষারপাতের ব্যাপারেও সতর্ক করে দেওয়া হয়েছে।