কালিগঞ্জ

কা‌লিগ‌ঞ্জে পর্যটন কেন্দ্র ও পি‌ক‌নিক কর্ণা‌রের উ‌দ্বোধন

By daily satkhira

February 19, 2022

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ সুন্দর ব‌নের অাদ‌লে সবুজের চাদরে মোড়ানো বাংলা‌দেশ ও ভারত সীমা‌ন্তের কালিন্দী নদীর বুক চি‌রে গড়ে ওঠা ১৮’শ বিঘা বনভূ‌মি‌ ‌বাঁশঝা‌ড়িয়া মি‌নি সুন্দরব‌ন পর্যটন কেন্দ্র ও পিক‌নিক স্পটের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের বাঁশঝাড়িয়া মিনি সুন্দরবনে শিল্পকলা একাডেমির চড়ুইভা‌তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, রেফেল-ড্র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠা‌নে অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত হ‌য়ে শিল্পকলা একাডেমির সভাপতি ও উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম আনুষ্ঠানিক ভাবে সাইনবোর্ড লাগিয়ে পর্যটন কেন্দ্র ও পিকনিক কর্নারের উদ্বোধন করেন। শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র প‌রিচালনায় এসময় চড়ুইভাতি অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, বিশিষ্ঠ সাহিত্যিক ও প্রাবন্ধিক (অবসরপ্রাপ্ত) অধ্যাপক গাজী আজিজুর রহমান, এ‌্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, উপজেলা লেডিস ক্লাবের সভানেত্রী ও নির্বাহী কর্মকর্তার সহধর্মিনী সামিরা খন্দকার,

থানার অফিসার ইনচার্জের সহধর্মীনি সাবরিনা আক্তার, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাংগঠ‌নিক সম্পাদক এম, হা‌ফিজুর রহমান, তথ‌্য ও সাংস্কৃ‌তিক সম্পাদক এসএম, অাহম্মাদ উল‌্যাহ বাচ্ছু, রেডিও নলতা স্টেশন ম্যানেজার সেলিম শাহরিয়ার, ব্যবসায়ি আজিজ আহমেদ পুটু, কবি মনজুর লুৎফুর রহমান, লেডিস ক্লাবের সম্পাদিকা ইলাদেবী মল্লিক, শিক্ষিকা কনিকা সরকার, সহকারী শিক্ষক আবু আব্দুল্লাহ, সৈ‌য়েদ মো‌মেনুর রহমানসহ কবি, সাহিত্যিক, সংগীত শিল্পী, নাট্য অভিনেতা, সাংবাদিক, জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তাসহ বি‌ভিন্ন শ্রেণি পেশার শতা‌ধিক ব‌্যা‌ক্তিবর্গ উপস্থিত ছিলেন। চড়ুইভা‌তি অনুষ্ঠা‌নে মিনি সুন্দরবন নিয়ে লেখায় সাংবাদিকতায়, কবিতা অাবৃ‌ত্তি, সংগীত ও নাট‌্য অভিনয়ে পুরস্কার প্রদান করা হয়।