নিজস্ব প্রতিনিধি : শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উদ্যাপন উপলক্ষে রচনা, নান্দনিক হস্তাক্ষর লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমীর হলরুমে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমী এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২০ জন শিক্ষার্থী অংশ নেন।
দীর্ঘদিন পর জেলা শিল্পকলা একাডেমি চত্বর যেন প্রতিযোগি শিশুদের মিলন মেলায় পরিণত হয়। জেলা প্রশাসনের কার্যালয়ের এনডিসি মো নুরুল আমিন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টন,
জেলা শিশু একাডেমির লাইব্রেরিয়ান মো. রফিকুল ইসলাম, শিক্ষক মন্টি, দিপক মৃধা প্রমুখ।