সাতক্ষীরা

জেলা প্রশাসনের ইফতার অনুষ্ঠিত

By Daily Satkhira

June 07, 2017

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিলে রাজনীতিবিদ, শিক্ষাবিদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকদের মিলনমেলা ঘটে। বুধবার ১১ রমজান সার্কিট হাউজ মিলনায়তনে এ ইফতার মাহফিলে সর্বস্তরের মানুষ অংশ নেয়। এসময় স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এন.এম মঈনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল লতিফ খান, সিভিল সার্জন ডা. তওহীদুর রহমান, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এড. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুল বারী, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জি.এম আজিজুর রহমান, ছফুরননেছা মহিলা কলেজের অধ্যক্ষ আশরাফুন্নাহার, সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোদাচ্ছের আলী, জেল সুপার আবু জাহেদ, জেলা জজ কোর্টের পিপি এড. ওসমান গণি, এনএসআই সাতক্ষীরা’র উপ-পরিচালক মোজাম্মেল হক, সহকারী পরিচালক আনিসুজ্জামান, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শেখ নিজাম উদ্দিন, সদর সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ চৌধুরী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তালেব, একি মিত্র চাকমা, এন.ডিসি মো. আবু সাঈদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসফিয়া সিরাত, সদর মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জি. সিরাজুল ইসলাম খান, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌল্লা সাগর, ফারহা দিবা খান সাথীসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। ইফতার এর পূর্বে দেশের অব্যাহত শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পুরাতন কোর্ট জামে মসজিদের ইমাম হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহমেদ ও হাফেজ আব্দুল জলিল।