কালিগঞ্জ

কালিগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

By Daily Satkhira

June 07, 2017

কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জ প্রেসক্লাবে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫টায় প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, প্রেসক্লাবের উপদেষ্ঠা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈন উদ্দিন হাসান, কালিগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মির্জা সালাহ্ উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর আহম্মদ মাসুম, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, দৈনিক আজকের সাতক্ষীরা’র ভারপ্রাপ্ত সম্পাদক হাফিজুর রহমান মাছুম, অফিসার ইনচার্জ (ওসি) লস্কার জায়াদুল হক। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু ও যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল আলম বাবলুর সঞ্চালনায় ইফতার মাহফিলে অন্যান্যদের উপস্থিত ছিলেন কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও মথুরেশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহাবুবর রহমান, বিশিষ্ঠ সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি আলহাজ্ব গাজী শওকাত হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তফা মোহাম্মদ আলী, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল খালেক, জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান জামু, এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহীম, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, নিয়াজ কওছার তুহিন, বিজেপির সভাপতি হোসাইন আহম্মেদ গোলাম, সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক মুজিবর রহমান, ফাষ্ট সিকিউরিটি ব্যাংকের ব্যবস্থাপক মুনির আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার সোহরাব হোসেন, শ্যামনগর প্রেসক্লাবের উপদেষ্ঠা শেখ আফজালুর রহমান, সদস্য আবু সাঈদ, মোস্তফা কামাল, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর কে বাপ্পা, সাংবাদিক অধ্যাপক আবু তালেব, অর্থ সম্পাদক এমএ মামুন প্রমুখ। ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইফতার উদযাপন কমিটির আহবায়ক ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল। অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন থানা জামে মসজিদের খতিব মাওলানা আশরুফুল ইসলাম আজিজি। এছাড়া অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, ব্যবসায়ি, বিশিষ্ঠ ব্যাক্তিবর্গসহ কালিগঞ্জ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।