বিজ্ঞান ও প্রযুক্তি

মোবাইল ইন্টারনেটের একই রেট করার সিদ্ধান্ত বিটিআরসির

By Daily Satkhira

February 23, 2022

তথ্য ও প্রযুক্তি: ব্রডব্যান্ডের মতো মোবাইল ফোনের ইন্টারনেটও এক রেট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমকে এ কথা জানান বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার।

তিনি বলেন, শিগগিরই নতুন রেট ঘোষণা করা হবে।

এর আগে সম্প্রতি বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার বলেন, আমরা ব্রডব্যান্ডে এক দেশ এক রেট যেটা দিয়েছি, মোবাইল ব্রডব্যান্ডের জন্যও একই রকম একটি ট্যারিফ নির্ধারণের কাজ করছি। ফিক্সড ব্রডব্যান্ডের রেট ঠিক করার জন্য আমাদের যারা স্টেক হোল্ডার আছেন তাদের সঙ্গে ৪৭টি বৈঠক আমাদের করতে হয়েছে। একইভাবে মোবাইল অপারেটরদের সঙ্গেও আমাদের বৈঠক চলছে। আমরা খুব শিগগির মোবাইল ব্যান্ডউইথের জন্য ট্যারিফ নির্ধারণ করে দিতে পারব। তখন এ সমস্যা থাকবে না।

গত ১ সেপ্টেম্বর থেকে ব্রডব্যান্ড ইন্টারনেটে ‘এক রেটে’ সেবামূল্য চালু করে বিটিআরসি। নতুন দাম হিসেবে খুচরায় ৫ এমবিপিএস ৫০০ টাকা, ১০ এমবিপিএস ৮০০ এবং ২০ এমবিপিএস ১ হাজার ২০০ টাকায় পাচ্ছেন গ্রাহকরা।