শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে শহীদ নাজমুল সরণীতে ম্যানগ্রোভ সভাকক্ষে আলোচনা, আবৃত্তি ও স্ব-রচিত কবিতা পাঠ অনুষ্ঠানের আয়োজন করে সাতক্ষীরার অন্যতম আবৃত্তি সংগঠন সব্যসাচী আবৃত্তি সংসদ।
২১ ফেব্রুয়ারি ২০২০ সন্ধ্যা সাড়ে ৬টায় সব্যসাচী আবৃত্তি সংসদের সভাপতি হেনরী সরদারের সভাপতিত্বে আলোচনা করেন, প্রাবন্ধিক আ: হামিদ, প্রাবন্ধিক কবির রায়হান, পল্টু বাসার, শুভ্র আহমেদ প্রমুখ। স্ব রচিত কবিতা পাঠ করেন,
তৃপ্তি মোহন মল্লিক, শহীদুর রহমান, আরশি বাউল, গুলশান আরা, মনিরুজ্জামান মুন্না, দিলরুবা ও আহমেদ সাব্বির, আবৃত্তি করেন স্বপ্ন চক্রবর্ত্তী, রাইন চৌধুরী, অনিন্দিতা চক্রবর্ত্তী,শ্রেয়ান, আরিয়ান, অংকিতা, স্পর্শ, দিয়া, অর্চি, ফাতিমা, আকাইদ ও তিথি। এ সময় সভাকক্ষটি কানায় কানায় পরিপূর্ণ ছিল। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, সব্যসাচী আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ছট্টু ও সংস্কৃতি সম্পাদক স্বপ্না চক্রবর্ত্তী। প্রেস বিজ্ঞপ্তি