সাতক্ষীরা

বর্তমান সরকার আইসিটি সেক্টরের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেছে -জেলা প্রশাসক

By Daily Satkhira

June 08, 2017

নিজস্ব প্রতিবেদক : লানিং এন্ড আনিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় প্রফেশনাল আউট সোর্সিংএর সাতক্ষীরা এলইডিপির ১০টি ব্যাচের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ২টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে এ কোর্সের সমাপনী অনুষ্ঠান হয়। সমাপনী অনুষ্ঠানে সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এফ এম এহতেশামূল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন। লার্নিং এন্ড আনিং ডেভেপলমেন্টের সাতক্ষীরা জেলা সমন্বয়কারী এস. এম মিশকাতুলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় ট্রেনিং সমন্বয়কারী আল আমিন শিশির, প্রোগ্রাম অফিসার মোস্তাকিম বিল্লাহ রাসেল, ট্রেনিং সমন্বয়কারী শেখ মাহমুদ পলাশ। এসময় উপস্থিত ছিলেন এলইডিপি সাতক্ষীরা কোর্সের ট্রেনার ও গ্রাফিক ডিজাইনার মোঃ সাইফুল ইসলাম, কোর্সের ট্রেনার চন্দন রায়, জাব্বির, ইয়াছমিন জাহান মিস্টি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেলিম হোসেন, মোমতাজুল ইসলাম মিলন, পারভেজ আনোয়ার আবু সাঈদ, মারুফ হোসেন, রবিউল ইসলাম, মহসিন হোসেন, আব্দুল কাদের, হেলাল হোসাইন, মদিনা, মুনিয়া, জান্নাত, মানিক, হারুন অর রশিদ, ফারহানা, খাদিজা, মিজান, শেখ রোকন আহমেদ, ফাহাদ হোসেন, আতাউরসহ সাতক্ষীরায় অনুষ্ঠিত ১০টি ব্যাচের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আইসিটি বর্তমান সময়ের একটি জনপ্রিয় বিষয়। বর্তমান সরকার বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসাবে রুপান্তরিত করতে আইসিটি সেক্টরের প্রতি বেশ গুরুত্বারোপ করেছেন। বাংলাদেশ বর্তমান সময়ে এক অপার সম্ভবনার দেশ হিসাবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করেছে। সরকার বেকারত্বের হার কমানোর জন্য দেশের বিভিন্ন জেলায় আউট সোর্সিং মাধ্যমে উপার্জন করার ব্যবস্থা করেছেন। এর দ্বারা মানুষ যাতে ঘরে বসে আয় করতে পারে।