তালা

তালার খেশরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

By daily satkhira

February 25, 2022

তালা  প্রতিনিধি : তালা উপজেলার খেশরা ইউনিয়নের শাহপুর গ্রামে পানিতে ডুবে ইমরান হোসেন নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে শাহপুর গ্রামের মোঃ শামসুল হক গাজীর পুত্র। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে। ইমরান দু’ভাই বোনের মধ্যে ছোট। স্থানীয় ইউপি সদস্য শামসুল হুদা পল্টু ও ইমরানের চাচাতো ভাই জাহাঙ্গীর গাজী জানান,

ইমরান সকালে বাড়ির পাশে অন্য শিশুদের সাথে খেলছিল। হঠাৎ তাদের চোখের অন্তরালে ইমরান বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। এক পর্যায়ে ইমরানের মা তার সন্তানকে না পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি করতে থাকে ।

দুপুরে বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পায়। পরে স্থানীয়রা ইমরানের নিথর দেহ উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।