সাতক্ষীরা

সাতক্ষীরায় বিএনপির প্রস্তুতি সভা

By daily satkhira

February 26, 2022

প্রেস বিজ্ঞপ্তি : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচি বিক্ষোভ সমাবেশ উপলক্ষ্যে সাতক্ষীরায় জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় সাতক্ষীরা জেলা বিএনপি’র আহবায়ক এর ল চেম্বারে জেলা বিএনপি’র আহবায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যান এর সঞ্চালনায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপি’র যুগ্ম আহবয়ক হাবিবুর রহমান হাবিব এবং জেলা ও উপজেলা বিএনপি এবং জেলার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, যথাক্রমে শের আলী, মহি উদ্দিন সিদ্দিকী, রুহুল কুদ্দুস চেয়ারম্যান, আশেক এলাহী মুন্না, অ্যাডভোকেট নুরুল ইসলাম, শেখ এবাদুল ইসলাম, সোলায়মান কবির, আব্দুস সামাদ, আবু জাহিদ ডাবলু, ফরিদা আক্তার বিউটি, আহসানুল কাদির স্বপন, হাফিজুর রহমান মুকুল, এডভোকেট এবিএম সেলিম, অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, শেখ শরিফুজ্জামান সজিব, ফারুখ হোসেন, মাহমুদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন এস এম আকবর হোসেন, শফিকুল আলম বাবু, খায়রুল আহসান, আক্তারুজ্জামান বাপ্পি, মোখলেছুর রহমান মুকুল, হাসান শাহরিয়ার রিপন, আব্দুর রাজ্জাক, সাইফুল ইসলাম বাবলু, এম এ রাজ্জাক, প্রভাষক আনারুল ইসলাম, সেলিম, আমিনুর রহমান, শাহজাহান, হাসান, ইসমাইল হোসেন নিরব প্রমুখ।

সভাপতির বক্তব্যে সৈয়দ ইফতেখার আলী বলেন; সরকারের পৃষ্ঠপোষকতায় সরকার দলীয় নেতাকর্মীরা সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধি করেছে। গণতন্ত্র হত্যাকারী এই কর্তৃত্ববাদী সরকার উৎখাতের তাগিদেই সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আগামী ২ মার্চ তারিখের সমাবেশ সফল করার লক্ষ্যে সবাইকে সর্বাত্বক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।