সাতক্ষীরা

আত্মসর্পন করে সুস্থ জীবনে ফিরে আসা চরমপন্থী সদস্যকে মারপিট : আটক-৩

By daily satkhira

February 26, 2022

তালা প্রতিনিধি : তালায় আত্মসর্পন করে সুস্থ জীবনে ফিরে আসা চরমপন্থী সদস্য জিয়া নিকারীকে মারপিট করে জখমের ঘটনায় ৩ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ২৬ ফেব্রুয়ারী আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে তালা থানা পুলিশ। আটককৃতরা হলেন, তালার জিয়ালা নলতা গ্রামের মৃত ইউনুচ নিকারী ছেলে মুছা নিকারী (৪২), ইনছার নিকারী ছেলে রুহুল আমিন নিকারী (৪৩) ও মৃত নূর আলী নিকারী ছেলে মোঃ সামাদ নিকারী (৫০)। এদের মধ্যে শুক্রবার বিকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সাতক্ষীরার সহযোগিতায় মুছা নিকারীকে আটক করা হয়। বাকী দুই আসামীকে শনিবার তালা থানা পুলিশ আটক করে। জানাগেছে, চরমপন্থী জীবন ছেড়ে জিয়ালা নলতা গ্রামের আনার নিকারীর ছেলে জিয়া নিকারী সুস্থ জীবন যাপন করে আসছিল। কিন্তু একই এলাকার মুছা নিকারী গং তাকে নানানভাবে হয়রানি করে আসছিল। এর জের ধরে শুক্রবার বিকালে কথাকাটাকাটির একপর্যায়ে মুছাসহ তার সহযোগীরা জিয়া নিকারীকে মারপিট করে গুরুতর আহত করে। এঘটনায় তালা থানায় একটি মামলা দায়ের করা হয়। যার নং -১৪, তাং ১৬/০২/২০২২। বর্তমানে জিয়া নিকারী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।