সাতক্ষীরা

সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা

By daily satkhira

February 26, 2022

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় বাস টার্মিনাল শ্রমিক ইউনিয়ন ভবন কার্যলয়ের সামনে জেলা বাস, মিনিবাস, কোচ ,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং খুলনা-৫৫০) সংগঠনের সভাপতি মো. আরশাদ আলী খোকা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর-২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযুদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু,

জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ খালেক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ছাইফুল করিম সাবু। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহাঙ্গীর হোসেন শাহীন, জেলা বাস মালিক সমিতির সদস্য মো. গোলাম মোর্শেদ, জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান প্রমুখ। এসময় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা শ্রমিক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মো. জাহিদ খান, পৌর শ্রমিক লীগের আহবায়ক মো. জোহর আলী, সদস্য সচিব মো. রমজান আলী, যুগ্ম আহবায়ক মো. শহিদুল ইসলাম, জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলাম রবি,

শ্রমিক নেতা মো. মন্টু ড্রাইভার, সাহেব আলী, আব্দুর রাশেদ প্রমুখ। উক্ত সাধারণ সভায় ৬ জন মৃত শ্রমিকের পরিবারের মাঝে ১ লক্ষ ২০ হাজার টাকা এককালীন নগদ অর্থ প্রদান করা হয়। বার্ষিক সাধারণ সভা শেষে শ্রমিক নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিক সদস্যরা মধ্যাহ্নভোজে মিলিত হয়। উল্লেখ্য যে, বার্ষিক সাধারণ সভা শুরুর আগে ভন্ডুল করার লক্ষ্যে কতিপয় একটি স্বার্থান্বেষী সন্ত্রাসী বাহিনী দুষ্কৃতী চক্র শ্রমিকদের মাঝে বিশৃঙ্খলা ও সংঘর্ষের সৃষ্টি করে। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রশস্ত্র জিআই পাইপ, লোহার রড ও লাঠি সোটা উদ্ধার করে এবং জব্দ করে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান ও শ্রমিক নেতা হামিদুল ইসলাম।