শিক্ষা

একনজরে পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়

By Daily Satkhira

June 08, 2017

মো. সোহাগ হোসেন : সাতক্ষীরা শহরের পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৮৬৫ সালে স্থানীয় জনসাধারণের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি দেশ স্বাধীন হওয়ার ২ বছর পরে ১৯৭৩ সালে জাতীয়করণ করা হয়। বর্তমানে বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকাসহ ১৫ জন শিক্ষক রয়েছেন। বর্তমানে বিদ্যালয়টিতে ৩৯৫ জন ছাত্রছাত্রী রয়েছে। বিপুল ছাত্রছাত্রীর জন্য বিদ্যালয়টিতে নেই পর্যাপ্ত শ্রেণিকক্ষ। বিদ্যালয়টিতে দুইটি শিফটে বিভক্ত প্রথম শিফট শুরু হয় সকাল ৯ টা থেকে আর শেষ হয় ১১: ৪০ মিনিটে। ২০ মিনিট বিরতির পর শুরু হয় দ্বিতীয় শিফট চলে বিকাল ৪:৩০ মিনিট পর্যন্ত। বিদ্যালয়টি জাতীয় দিবসগুলো যথাযথভাবে পালন করেন। বিদ্যালয়টি অনেকদিন যাবৎ সাফল্যের সাথে ভালো করে আসছে এবং সর্বশেষ ২০১৬ সালে সমাপনী পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছেন তিনজন পাসের হার শতভাগ। বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা মালেকা পারভীন বলেন, আমার স্বপ্ন বিদ্যালয়টিকে একটি মডেল স্কুলে পরিণিত করার আর এজন্য প্রয়োজন স্থানীয় জনসাধারণসহ সকল অভিভবকের আন্তরিকতা। আর অভিভাবক এশাদত্ত বলেন, এই বিদ্যালয়টি প্রতিষ্ঠাতার ফলে আমাদের সকলের ছেলেমেয়েরা পড়াশুনার সুযোগ পেয়েছে আর এ জন্য আমরা চাই বিদ্যালয়টি আরও সাফল্য অর্জন করুক। বর্তমানে বিদ্যালয়টিতে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু আছে। বিদ্যালয়টির দ্বিতীয় শ্রেণির খ বিভাগের ছাত্র নয়ন বলেন, আমরা এই বিদ্যালয়ে পড়াশুনা করে গর্ববোধ করি কারণ বিদ্যালয়টিতে খুব যতœ সহকারে  ছেলেমেয়েদের পাঠদান করা হয়।

মো. সোহাগ হোসেন : সাতক্ষীরা সরকারি কলেজের একাদশ বাণিজ্য বিভাগের শিক্ষার্থী ও ডেইলি সাতক্ষীরার মুক্তিযোদ্ধা মিজানুর রহমান ইন্টার্নশিপ কর্মসূচির একজন ইন্টার্ন।