দেবহাটা

দেবহাটায় জাতীয় বীমা দিবস পালিত

By daily satkhira

March 01, 2022

দেবহাটা ব্যুরো: ‘বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে’- শ্লোগানকে সামনে রেখে দেবহাটায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, উদ্বুদ্ধকরণ সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি পালিত হয়। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ.লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেন প্রমূখ। কমূর্সচি গুলোতে উপজেলাতে কর্মরত বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তৃতাকালে বীমা পলিসি খোলা থেকে শুরু করে নির্ধারিত সময়সীমা শেষে জমাকৃত ও লভ্যংশের অর্থ পেতে কোন গ্রাহক যাতে হয়রানি বা প্রতারণার শিকার না হয় সেজন্য সকল বীমা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নির্দেশনা দেন বক্তারা।