জাতীয়

বর্তমান প্রশাসন ইস্ট ইন্ডিয়া কোম্পানির নতুন রূপ: হাইকোর্ট

By Daily Satkhira

March 01, 2022

দেশের খবর: ইংরেজ আমলের ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নরের নতুন রূপ বর্তমান প্রশাসন বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। মঙ্গলবার কক্সবাজারের রামু উপজেলার একটি বাজারের ইজারা সংক্রান্ত রিটের শুনানিকালে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালত বলেন, আগে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল তখন তাদের গভর্নর থাকত। সেই আমলের গভর্নরের নতুন রূপই হচ্ছে এখনকার সময়ের প্রশাসন। অনেক জায়গায় তো প্রশাসনের কর্মকর্তাদের এমপিরা ভয় পান। তবে আমার এলাকার এমপি ভয় পান না।

পরে আদালত ওই বাজারের লিজ দেরিতে বুঝিয়ে দেওয়ায় ইজারাদার নুরুল ইসলামকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে স্থানীয় প্রশাসনের প্রতি রুল জারি করেন। কক্সবাজারের ডিসি, রামু উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারসহ (ভূমি) সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৈমূর আলম খোন্দকার ও ব্যারিস্টার মার-ই য়াম খোন্দকার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।