সাতক্ষীরা

প্রান্তিক জনগোষ্ঠীকেও সর্বোচ্চ সেবা দিতে হবে …সাতক্ষীরায় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালক মাকছুদা খাতুন

By daily satkhira

March 02, 2022

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় অনিবাসী বাংলাদেশীদের সাথে মতবিনিময় ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় জেলা সঞ্চয় অফিস/ব্যুরো সাতক্ষীরার আয়োজনে মতবিনিময় ও গণশুনানি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সঞ্চয় অফিসের সহকারী পরিচালক কাজী হাসান উল্লাহ। প্রধান অতিথি ছিলেন, জাতীয় সঞ্চয় অধিদপ্তর ঢাকার মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মোছা: মাকছুদা খাতুন। বিশেষ অতিথি ছিলেন, জাতীয় সঞ্চয় অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো: রেজানুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম।

মতবিনিময়কালে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল ওয়াদুদ, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সুকুমার দাশ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, জনতা ব্যাংক সাতক্ষীরার সাবেক ব্যবস্থাপক শেখ আজিজুর রহমান প্রমুখ।

জাতীয় সঞ্চয় অধিদপ্তর ঢাকার মহাপরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব মোছা: মাকছুদা খাতুন বলেন, সবার আগে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। জনগণকে সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে। বর্তমান সরকারের উদ্দেশ্যে জনগণের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা। শুধুমাত্র চাকুরিজীবীদের না, সঞ্চয় ব্যুরোর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকেও সর্বোচ্চ সেবা দিতে হবে। সরকারের কিছু খাত রয়েছে সেগুলোতে লোকসান হয়। তারপরও জনগণকে সেবার জন্যই সরকার লোকসানের ভাগ নেয়।

এসময় সঞ্চয় অফিসসমূহের অগ্রানোগ্রাম বদলে বিভাগীয় অফিসে পরিচালক এবং জেলা অফিসে উপপরিচালক পদমর্যাদায় কর্মকর্তার পদ সৃষ্টি করার পরামর্শ দেন উপস্থিত গ্রাহকরা।

এর আগে মহাপরিচালক ফুলেল শুভেচ্ছা প্রদান করেন সাতক্ষীরা জেলা অফিসের কর্মকর্তাবৃন্দ। এছাড়া প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়।