শ্যামনগর

শ্যামনগরে গুরুদেব শ্রীশ্রী রতিকান্ত প্রভুর শিষ্যদের সর্ববৃহৎ মহাভক্ত সম্মেলন

By daily satkhira

March 03, 2022

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন উপকুলীয় মুন্সিগঞ্জ সাধুপাড়ার গুরু আশ্রমে মহাভক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

দীনতার প্রতিমুর্তি পরমারধ্যতম গুরুদেব রতিকান্ত প্রভুর শিষ্যদের উদ্যোগে বৃহষ্পতিবার সকাল ১১টায় একটি মঙ্গল শোভাযাত্রা গুরু আশ্রয় শুরু করে নবদ্বীপ ও বৃন্দাবনের অনুকরণে সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীর কূলে গড়ে তোলা শ্যাম কুণ্ড, মাধবকুণ্ডের যুগলঘাট ও গিরি গোবর্ধন পরিক্রমা শেষে গুরু আশ্রমে এসে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ উন্মোচন করেন। পরবর্তীতে গুরু পুজা, গুরু প্রণামে নৃত্য পরিবেশন, সর্ব তীর্থ উদ্বোধন, পঞ্চতত্ব বন্দনা, ভগবত আরতি, ভগবত পাঠ ও ভজন কীর্তণ অনুষ্ঠিত হয়। এ ছাড়া রতিকান্ত প্রভু নিত্য ভজন দীপিকা বই এর মোড়ক এর উন্মোচন করেন। ধর্মীয় সঙ্গীত পরিবেশন করেন ডাক্তার হরিপদ অধিকারী, তাপস কুমার অধিকারী। ভগবত আলোচনায় অংশ নেন নিতাই চন্দ্র মণ্ডল (কাঁচড়াহাটি), প্রমিলা দাসী, অদ্বৈত কৃষ্ণদাস, গোপাল কৃষ্ণ দাস, বৃন্দদাসী গোস্বামী, বিল্লমঙ্গল দেবনাথ ও খুলনা বিএল কলেজের সহকারি অধ্যাপক পবিত্র কৃষ্ণ দাস প্রমুখ। উক্ত মহাসম্মেলনে আগত ভক্তদের সাধুবাদ এবং সকলকে সংবর্ধনা জানান, গুরুদেব শ্রী শ্রী রতিকান্ত প্রভুর চেলে চারু কৃষ্ণ দাস। তারা ৪মার্চ মহানামযজ্ঞ অনুষ্ঠানে সকলকে সবান্ধবে আমন্ত্রণ জানান।

এ সময় মহাসম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর শাখার আহবায়ক অনাথ মণ্ডল, যুগ্ম আহবায়ক পীযুস বাউলিয়া পিন্টু, সদস্য সচীব উৎপল মণ্ডল হিন্দু বিবাহ রেজিষ্টার সুজন কুমার দাস, হিমাংশু মণ্ডল প্রমুখ।#