ডেস্ক রিপোর্ট : শিশু মরিয়ম। বয়স মাত্র ৬ বছর। এরই মধ্যে পৃথিবীর আলো তার কাছে ধুসর হয়ে আসছে। দরিদ্র পিতা-মাতার এই শিশু কন্যাটির হার্টে জন্মগত ছিদ্র ধরা পড়েছে। তার অসহায় পিতা কন্যার চিকিৎসার জন্য দ্বারে দ্বারে ছুটছেন অশ্রুসিক্ত নয়নে। পিতা-মাতার হৃদয়ের রক্তক্ষণ কি থামানো যাবে না? নিষ্পাপ মরিয়মকে কি এই প্রথিবীর আলো-বাতাসে বেড়ে উঠতে সাহায্য করব না আমরা? মরিয়মের পিতা মোঃ জাবের হসেন, সাতক্ষীরা শহরের পূর্ব ইটাগাছা গ্রামের একজন গরিব, অসহায় ব্যক্তি। তারর সন্তান মরিয়ম (৬) জন্মগতভাবে হার্টের ছিদ্রজনিত রোগে ভুগছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তাকে অতি দ্রুত অপারেশন করানোর জন্য পরামর্শ দিয়েছে। কিন্তু তার এই অপারেশনের জন্য প্রায় পাঁচ (৫) লক্ষ টাকার প্রয়োজন। যা একজন ক্ষুদ্র দর্জি জাবের হোসেনের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় সমাজের বিত্তবান মানুষের সাহায্য পেলে ছোট্ট মরিয়ম পৃথিবীর আলো বাতাস দেখে বেঁচে থাকতে পারবে। যোগাযোগের ঠিকানা : বিকাশ নং- ০১৯২৪-৩৯৩৮৩০ (পার্সোনাল) ব্যাংক একাউন্ট বিবরণী – Md. Jaber Hossen,
Account no: 5114010007732
Basic Bank, Satkhira Branch, Satkhira.