নিজস্ব প্রতিনিধি : নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্দ্ধগতি ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (৬ মার্চ) বিকাল ৪ টায় শহরের তালতলা উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মঞ্জুর মোর্শেদ মিলণ। এসময় আরো বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আবু রায়হান, সিনিয়র যুগ্ম সম্পাদক মির্জা রাশেদুজ্জামান রনি, যুগ্ম সম্পাদক মেহেদি হাসান, যুগ্ম সম্পাদক খালিদ হাসান সুমন, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম পলাশ সহ সাতক্ষীরা সদর,
পৌরসভা , সাতক্ষীরা সরকারি কলেজ, সিটি কলেজ, পলিটেকনিক কলেজ, তালা উপজেলা,পাটকেল ঘাটা থানা, কলারোয়া উপজেলা, কলারোয়া পৌরসভা, শ্যামনগর উপজেলা, কালিগঞ্জ উপজেলা , দেবহাটা উপজেলা, আশাশুনি উপজেলা ছাতদলের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, দ্রব্যমুল্যের উর্দ্ধগতিতে জনগণের নাভিশ^াস উঠেছে। তেল,
গ্যাস, চাল, ডালসহ নিত্যপণ্যের দাম দফায় দফায় বাড়ছে। মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে নিত্যপণ্যের দাম। অথচ সরকার সাধারণ জনগণকে বাঁচাতে কোন পদক্ষেপ নিচ্ছে না। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমাতে সরকারকে আহ্বান জানায়। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।এ সময় বক্তারা অতি দ্রুত বেগম খালেদা জিয়াকে নি:শর্ত মুক্তির দাবী জানান।
এর আগে একটি বিক্ষোভ মিছিল সাতক্ষীরা শহরের আমতলা হতে তালতলা উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।