কালিগঞ্জ

কালীগঞ্জ আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

By daily satkhira

March 07, 2022

নিজস্ব প্রতিনিধি : নারী জাগরণ সময় ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়। এজন্য সব ক্ষেত্রে যেমন নারীদের এগিয়ে আসতে হবে। তেমনি নারীদের জায়গা করে দিতে হবে পুরুষদের। নারী-পুরুষের সম্বলিত উন্নয়ন ছাড়া সত্যিকার অর্থে টেকসই উন্নয়ন অসম্ভব। সোমবার সন্ধ্যা ছয়টায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

কালীগঞ্জ নারী উন্নয়ন সংগঠন প্রেরণা ও অ্যাকশন এইড বাংলাদেশ যৌথভাবে আলোচনা সভা, নাটিকা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে কালীগঞ্জ নারী উন্নয়ন সংগঠনের প্রেরণা অফিস চত্বরে।

“জলবাযু পরিবর্তনে নায্যতায় অপ্রতিরুদ্ধ“ শ্লোগান সামনে রেখে নারী কালীগঞ্জ লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক ইলা দেবি মল্লিকের সভাপতিত্বে ও কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাহিত্যিক গাজী আজিজুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন, কালীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান,

প্রেসক্লালের সভাপতি শেখ সাইফুল বারী, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালীগঞ্জ উপজেলার সভাপতি শেখ আনোয়ার হোসেন, ইউপি সদস্য মাহফুজা খানম, উদীচী শিল্পীগোষ্ঠী কালীগঞ্জ শাখার সহসভাপতি অশেক মেহেদী, সাধারণ সম্পাদক শান্তি গোপাল চক্রবর্তী অ্যাড জাফরুল্লাহ ইব্রাহিম, শিক্ষক কণিকা রানী সরকার প্রমুখ। আলোচনা সভার স্বাগত বক্তব্য রাখেন প্রেরণার নারী উন্নয়ন সংগঠনের পরিচালক শম্পা গোস্মামী। আলোচনা শেষে নাটিকা ও সাংস্কতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।