সাতক্ষীরা

সাতক্ষীরায় ৭ মার্চের আলোচনাসভা ও বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী

By daily satkhira

March 07, 2022

নিজস্ব প্রতিনিধি : ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনাসভা,সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংকন ও বঙ্গবন্ধুর আতœজীবনী ভিত্তিক রচনা প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৭ই মার্চ সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,

সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মীর মোশাররফ হোসেন মশু, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দীন, যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন,

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মোশফিকুর রহমান মিল্টন। আলোচনাসভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংকন ও বঙ্গবন্ধুর আতœজীবনী ভিত্তিক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।