সাতক্ষীরা

ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে সাতক্ষীরায় আ’লীগের আলোচনা সভা

By daily satkhira

March 07, 2022

নিজস্ব প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের আহবানে ও জেলা আওয়ামী লীগের সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ মার্চ) বিকালে শহরের পরিবহন কাউন্টার এলাকায় পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ নাসেরুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে ফজলুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, আলহাজ্ব সাফি আহমেদ,

সৈয়দ ফিরোজ কামাল শুভ্র,যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ,সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্মা,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রশিদ,

জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক আয়েশা সিদ্দিকা, কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য মাহফুজ রুবি,জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ জেলা শাখার সভাপতি মো. রাশেদুজ্জামান রাশি,

৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আনারুল ইসলাম রনি, জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাঈদ উদ্দিন,ত্রাণ বিষয়ক সম্পাদক এ্যাড. আজহারুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন কালু,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম ও তানভীর হুসাইন সুজন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর পৌর শাখার সভাপতি মোঃ নুরুল হক, মোহাম্মদ আলী সুজন ,আমজাদ হোসেন লাভলু সহ জেলা সদর উপজেলা আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, একাত্তর সালের এই দিনে মুক্তিকামী বাঙালী জাতিকে মুক্তির বাণী শুনিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাঙালীর পরাধীনতার শৃঙ্খল ভাঙ্গার চূড়ান্ত প্রেরণা। দীর্ঘ ২৪ বছরের লড়াই-সংগ্রামের পর বঙ্গবন্ধুর ৭ মার্চের সেই ভাষণেরই পরিণতি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। স্বাধীনতার ৫১ বছরেও মাত্র ১৯ মিনিটের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেই ভাষণের আবেদন এতটুকু কমেনি। প্রজন্মের পর প্রজন্মের কাছে এই ভাষণ প্রেরণার উৎস। যতদিন যাবে নতুন প্রজন্মের কাছে ৭ অনুপ্রেরণার সারথি হিসেবে কাজ করবে।