তালা

পাটকেলঘাটায় ভূয়া কবিরাজ রওশনারার প্রতারণার শিকার হচ্ছে সাধারণ জনগণ

By Daily Satkhira

June 08, 2017

নজরুল ইসলাম রাজু : পাটকেলঘাটায় এক ভূয়া মহিলা কবিরাজের গর্ভ ধারণের ভেল্কিতে প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছে সাধারন জনগণ। ভুয়া কবিরাজ ধানদিয়া ইউনিয়নের মানিকহার গ্রামের আঃ রব এর স্ত্রী রওশনারা বেগম (৪৬)। বিভিন্ন সূত্রে জানা যায়, পাটকেলঘাটা থানাধীন ধানদিয়া ইউনিয়নের আব্দুল রবের স্ত্রী পাঁচ সন্তানের জননী রওশনারা বেগম যেসব মহিলারা দীর্ঘদিনে সন্তান গর্ভ ধারণে ব্যর্থ হয় তাদেরকে জ্বীন ভারনের মাধ্যমে বিভিন্ন প্রকার গর্ভে সন্তান ধারণের জন্য ঔষধ দিয়ে থাকে, বিনিময়ে তিনি নেন জ্বীনের মাধ্যমে বলে দেওয়া মোটা অংকের টাকা। আর জ্বীন কবিরাজের মূখের কথার মাধ্যমে বলে কত টাকা দিতে হবে। তবে ১ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত চাই রোগীদের প্রকার ভেদে। গর্ভে সন্তানের জন্য পরিবারের সদস্যরা টাকার দিকে না তাকিয়ে সরল বিশ্বাসে দিয়ে দেয়। মহিলা কবিরাজের ঔষুধে কাজ হয় এমন নজির নেই এলাকায়। সহজ সরল মানুষগুলোকে বোকা বানিয়ে প্রতিদিন ইনকাম করছে হাজার হাজার টাকা। সরেজমিনে গিয়ে ও কবিরাজ রওশনারার সাথে আলাপকালে জানা যায়, কবিরাজ রওশন আরা দীর্ঘ ১৬ বছর এই পেশার সাথে জড়িত। গ্লাসের মধ্যে পানি নিয়ে জ্বীনের মাধ্যমে ভারণ দিয়ে বিভিন্ন প্রকার গাছড়া, এ্যালোপ্যাথিক, হোমিও প্যাথিক ঔষধ দিয়ে থাকি গর্ভে সন্তান ধারন করার জন্য। তবে এতে কাজ হতেও পারে আবার নাও হতে পারে। বিশ্বাস করে রোগীরা টাকা দিয়ে যায়। তবে এলাকায় খোঁজখবর নিয়ে জানা যায় তার কবিরাজের সুফল পেয়েছে এমন নজির বিরল। কবিরাজ রওশনার শিকার নগরঘাটার রমেছা, মিঠাবাড়ির সাহিদা, গনডাঙ্গা গ্রামের হাবিবাসহ আরো অনেকে জানান, ভূয়া এই কবিরাজের কাছে দীর্ঘদিন আসলেও কোন ফল পাচ্ছি না শুধু কাড়িকাড়ি টাকা নষ্ট হচ্ছে। মিথ্যা জ্বীন ভারণ আর জ্বীনের মাধ্যমে টাকা নিয়ে সাধারণ জনগণের সাথে এধরনের প্রতারণা যেনো আর না করতে পারে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগীরা। সাথে সাথে এলাকার সাধারন মানুষ এধরনের ভূয়া কবিরাজের গ্রেফতার পূর্বক শাস্তির দাবি জানিয়েছে।