সাতক্ষীরা

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও বেগম জিয়ার মুক্তির দাবিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

By daily satkhira

March 09, 2022

নিজস্ব প্রতিনিধি : নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের উদ্ধর্গতির প্রতিবাদে এবং বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (৯ মার্চ) বুধবার বিকাল ৩ টায় শহরের প্রাণ কেন্দ্র মোজাহার পেট্রোল পাম্পের সামনে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকদলের আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিকের সভাপতিত্বে এবং জেলা স্বেচ্ছাসেবক দল সিনিয়র সহ-সভাপতি মিলন হোসেন শিকদার ও সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মৃনাল কান্তি রায়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি ফরিদ আক্তার বিউটি, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফি আহমেদ। আরও উপস্থিত ছিলেন, সদর থানা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক গোলাম সরোয়ার, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান হিমু,

পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আলী হাসান খান হাবলু, যুগ্ম আহবায়ক শিবলুর রহমান, দেবহাটা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর কবির পল্টু, যুগ্ম আহবায়ক আহমদ মোল্লা, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সেলিম আহমেদ, শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নূরুজ্জামান, যুগ্ম আহবায়ক শেখ শাহরিয়ার মাসুদ, আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আশিকুজ্জামান আশিক, যুগ্ম আহবায়ক হাবিবুল্লাহ হাবিল, তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম দাদু, যুগ্ম আহবায়ক জি এম মুহিত, সদস্য সচিব আ: কালাম, কলারোয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মুছা কালিমুল্লাহ, কলারোয়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আছাদুজ্জামান দিলু, সদস্য সচিব শামীমুর রহমান দোয়ের। এছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি সালাউদ্দীন, আ: মুজিত, নিজাম উদ্দীন, যুগ্ম সম্পাদক রাহুল আমিন পাড়, দপ্তর সম্পাদক আ: করিম, সহ দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম শামীম, সহ সাধারণ সম্পাদক সাইদুর রহমান, মানবাধিকার বিষয়ক সম্পাদক কামরুল ইসলামসহ প্রমুখ। এসময় বক্তারা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে জনগনের নাভিশ্বাস ওঠেগেছে। এ সরকার ব্যর্থ সরকার। অবিলম্বে দ্রব্য মূল্য নিয়ন্ত্রন সহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবি জানান বক্তারা।