সাতক্ষীরা

অবৈধ নির্বাচন কমিশন বাতিলের দাবি সাতক্ষীরা জেলা বাস,মিনিবাস, কোচ, মাইক্রোবাস ইউনিয়নের শ্রমিকদের

By daily satkhira

March 09, 2022

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বাস,মিনিবাস, কোচ, মাইক্রোবাস, শ্রমিক ইউনিয়নের অবৈধ নির্বাচন কমিশন বাতিল এবং তিন বছরে ইউনিয়নের তিন কোটি টাকা আত্মসাথের তদন্তের দাবিতে খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ইউনিয়নের সাধারণ শ্রমিকবৃন্দ। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারী ২২ সাতক্ষীরা জেলা বাস,মিনিবাস, কোচ, মাইক্রোবাস, শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের গঠনতন্ত্রের ১৮ ধারা অনুযায়ী বার্ষিক সভায় মোট সদস্যের ৬৬% সদস্যের উপস্থিতিকে কোরাম বলে বিবেচিত হবে। কিন্তু উক্ত সভায় মাত্র ২শ থেকে ২৫০ জন কার্ডধারী শ্রমিক উপস্থিত ছিলো। বাকীরা সব ভূয়া এবং বহিরাগত। তাতেও উক্ত সভার কোরাম পূরণ হয়নি। দুই তৃতীয়াংশ শ্রমিকের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করার কথা থাকলেও ইউনিয়নের বর্তমন নেতৃবৃন্দ নিজেদের পছন্দনীয় লোক দিয়ে অগঠনতান্ত্রিক একতরফা ও অবৈধভাবে নির্বাচন কমিশন গঠন করেছে। তফশীল ও ঘোষনা করেছেন তারা। উক্ত তথাকথিত কমিশন শ্রমিকদের স্বার্থ বিরোধী এবং গঠণতন্ত্র বিরোধী মর্মে দাবি করেন শ্রমিকরা। অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে, ইউনিয়নের বর্তমান সাধারণ সম্পাদক শেখ জাহিদুর রহমান তিনি ৩ বছরের বিভিন্ন সড়ক থেকে চাঁদা উত্তোলন, রিজার্ভ প্রতি গাড়ী থেকে চাঁদা তোলার আয়, মাইক্রোবাস থেকে আদায়কৃত চাঁদার টাকা পরিবহনের মাসিক চাঁদা আয়ের টাকা, সাতক্ষীরা নতুন পরিবহন ঢুকানোর জন্য নেওয়া টাকা, পাটকেলঘাটা ও সুভাষিনী শাখা অফিস থেকে আদায় কৃত টাকা, বাস টার্মিনালের সামনে থেকে আদায়কৃত উত্তোলিত চাঁদার টাকা ইউনিয়নের একটি মিনিবাস যার নং ঢাকা মেট্রো জ ০১৫৫, ও একটি ট্রাক যার নং সাতক্ষীরা ট-১১-০৩৯৬ দুটি গাড়ী বিক্রয় করে সর্বমোট তিন কোটি টাকা একাই আত্মসাথ করেছেন। শ্রমিক ওই টাকার হিসাব চান। শ্রমিকরা ওই মহাদুর্নীতি গ্রস্থ সাধারণ সম্পাদকের বিরুদ্ধে তদন্তের জন্য দুদকসহ তালাশ টীমের অনুসন্ধানের হস্তক্ষেপ কামনা করেছেন। এছাড়া সাধারণ শ্রমিকরা আয়-ব্যয়ের হিসাবসহ উক্ত তথাকথিত নির্বাচন কমিশন বাতিল এবং পুনরায় সাধারনসভা আহ্বান করে গঠনতান্ত্রিকভাবে নির্বাচন কমিশন গঠন পূর্বক শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানিয়েছেন শ্রমিকরা।