সাতক্ষীরা

সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র প্রকল্প অবহিতকরণ সভা

By Daily Satkhira

June 08, 2017

জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন এর সহযোগীতায় বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সার্কিট হাউজ মিলনায়তনে “গুড কজ ক্যাম্পেইন প্রকল্প”র অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

ব্রেকিং দ্য সাইলেন্স’র পরিচালক (কর্মসূচি ও বাস্তবায়ন) মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন। তিনি বলেন, শিশুদের মাদকাসক্তি ও জঙ্গিবাদ থেকে দূরে রাখতে শিক্ষা ও খেলাধুলার কোন বিকল্প নেই। বর্তমানে সাতক্ষীরা সদরের প্রত্যেকটি ইউনিয়ন ও উপজেলা পরিষদ শিশুদের জন্য পৃথক বাজেট রাখছেন। যা শিশুদের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে। শিশুদের নিয়ে ব্রেকিং দ্য সাইলেন্স দীর্ঘ দিন কাজ করছে। তিনি শিশুদের উন্নয়নে সকলে একসাথে কাজ করার আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর হোসেন সজল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, ফিংড়ি ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমান, ভোমরা ইউপি চেয়ারম্যান মো. ইসরাইল গাজী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রোকনুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জী, ব্রেকিং দ্য সাইলেন্স’র জি.সি.সি প্রকল্পের মনিটরিং অফিসার মো. রাকিব হোসাইন, প্রোগ্রাম অফিসার মো. আব্দুল হক পাটোয়ারি প্রমুখ।

ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ স্থানান্তরিত শিশুদের নিয়ে সদরের কুশখালী, ঝাউডাঙ্গা, বৈকারী, ফিংড়ি ও ভোমরা ইউনিয়নে প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। অবহিতকরণ সভায় এসব কর্মএলাকার স্থানীয় জনপ্রতিনিধি, সচিব, শিশু সুরক্ষা কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সরকারি-বেসরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্স’র প্রকল্প সমন্নয়কারি দিপঙ্কর মল্লিক।