নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির শিক্ষক-কর্মচারীবৃন্দের অবসর ভাতা প্রদান অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে সংগঠনের সভাপতি মো. এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ’র চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। এসময় তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষা ছাড়া কোন জাতি এগিয়ে যেতে পারবে না। জাতিকে যদি আমরা সুশিক্ষায় শিক্ষিত এবং মানসম্মত শিক্ষায় শিক্ষিত করতে ব্যর্থ হই, তাহলে আমাদের এই টার্গেট অর্জন করা সম্ভব হবে না। এটা প্রধানমন্ত্রী উপল্বব্ধি করেন। এ লক্ষ্যে একযোগে ২৬ হাজার প্রাক প্রাথমিক বিদ্যালয়ে ১ লক্ষ শিক্ষকের চাকুরি জাতীয়করণ করা হয়েছে। আমরা দেখেছি,
অনেক সরকারের রাজনৈতিক পরিবর্তন হয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে যে সাহসিকতা দেখিয়েছেন আর কোন সরকার সে সাহসিকতা দেখাতে পারিনি। তিনি আরো বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। সকল পেশার থেকে সম্মানিত পেশা এই শিক্ষকতা। সমাজে শিক্ষকরাই গর্বিত মানুষ।’ বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ’লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশীদ। সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. মোমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতি’র সভাপতি আব্দুর রাজ্জাক,
জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি’র সাধারণ সম্পাদক মো. আব্দুল জব্বার, সহ সভাপতি শেখ আমানুল্লাহ, সুকৃতি কুমার রায়, কৃষ্ণানন্দ মুখার্জী, সহ সাধারণ সম্পাদক মিলন কুমার ম-ল, সদস্য ফজলুল করিম, ভোলানাথ চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে জেলার সাত উপজেলার ৩৯ জন শিক্ষক-কর্মচারী’র মাঝে ২৭ লক্ষ ৭০ হাজার ২শ ৬৯ টাকার চেক প্রদান করা হয়। উল্লেখ্য, সংগঠনটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ১ হাজার ৭শ ২৭ জন শিক্ষক কর্মচারীর মাঝে ৭ কোটি টাকা অবসর ভাতা প্রদান করা হয়েছে।