আশাশুনি

আশাশুনি সদর ইউনিয়নে বারসিকের পরিবেশ প্রকল্পের অবহিতকরণ সভা 

By daily satkhira

March 15, 2022

ডেস্ক রিপোর্ট: আশাশুনির সদর ইউনিয়নে বাংলাদের জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর সক্ষতা শক্তিশালী (পরিবেশ) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্টিত হয়েছে। সোমবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১২ টায় গবেষণা প্রতিষ্টান বারসিকের আয়োজনে ও নেট্জ বাংলাদেশের সহযোগিতায় আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের সভা কক্ষে সভাটি অনুষ্টিত হয়। বারসিক পরিবেশ প্রকল্পের এ্যাডভোকেসী এসিসটেন্ট শিউলি রানীর সঞ্চালনায় সভাটির সভাপতিত্ব করে সদর ইউনিয়নের চেয়ারম্যান এস.এম. হোসেনুজ্জামান। সভায় উপস্থিত ছিলেন,

ইউপি সদস্য শাহিনুর আলম, তারক চন্দ্র মন্ডল, তরিকুল আওয়াল, শরীতুল্লাহ, আব্দুস সালাম, মঙ্গল চন্দ্র মন্ডল, মহানন্দ মন্ডল, তপন কুমার সরকার, সিরাজুল ইসলাম, তৈয়েবুর রহমান, মহিলা ইউপি সদস্য মারুফা খাতুন, ময়না খাতুন, স্কুল শিক্ষক মো, আইয়ুব আলী, স্বাস্থ্য কর্মী রাবেয়া নাসরিন, কৃষি উপসহকারী কর্মকর্তা আসাদুল ইসলাম, সমাজ কর্মী মো. আলমগীর হোসেন, বারসিকের উপজেলা সমন্বয়কারী আসাদুল ইসলাম, তন্ময় হালদার, চন্দা রানী প্রমুখ। উক্ত অবহিতকরণ সভায় প্রকল্প সম্পর্কে আলোচনা করেন বারসিক পরিবেশ প্রকল্পের জেলা সমন্বয়কারী মাহবুর রহমান। উল্লেখ্য বারসিক পরিবেশ প্রকল্পটি আশাশুনির শ্রীউলা, প্রতাপনগর, খাজরা ও সদর ইউনিয়নে ১লা সেপ্টেম্বর ২০২১ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত চলমান থাকবে