সাতক্ষীরা

কৃষক হত্যা দিবস উপলক্ষে সাতক্ষীরায় কৃষকলীগের আলোচনাসভা

By daily satkhira

March 15, 2022

১৫ মার্চ কৃষক হত্যা দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ মঙ্গলবার বিকাল ৪টায় সাতক্ষীরা কাটিয়া বাজার এলাকায় অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু। সাতক্ষীরা জেলা কৃষকলীগের আয়োজনে আলোচনাসভায় বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, সহ-সভাপতি এ্যাড. নওশের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আল মাহমুদ পলাশ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেখ আফজাল হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দীস সরদার, পৌর কৃষকলীগের সভাপতি সামছুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক শাহ্ মো: আনারুল ইসলাম, সদর উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম,ফিংড়ী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি গোবিন্দ দাশ, বাঁশদহা ইউনিয়ন কৃষকলীগের যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম, পৌর কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার বিশ্বাস,

পৌর ১নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি শফিউদ্দীন ময়না প্রমুখ। আলোচনাসভায় বক্তারা বলেন, ১৯৯৫ সালে মার্চ মাসে সারের তীব্র সংকট দেখা দেয়ায় সার কিনতে গিয়ে তৎকালিন বিএনপি সরকারের পুলিশের গুলিতে ১৮ জন কৃষক নিহত হওয়ার প্রতিবাদে ১৫ মার্চ কৃষক হত্যা দিবস পালিত হয়।

সম্প্রতি সারের দাম প্রতি কেজিতে ৯ টাকা করে কমিয়ে সর্বোচ্চ খুচরা মূল্য প্রতিকেজি ২৫ টাকা থেকে ১৬ টাকা করা হয়েছে। ফলে কোন কৃষককে সারের জন্য আন্দোলন করতে হয় না। সারের জন্য জীবন দিতে হয় না। প্রেস বিজ্ঞপ্তি