সাতক্ষীরা

বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের স্থায়ী ঠিকানা করে দিলেন জেলা প্রশাসক আবুল কাশেম মো: মহিউদ্দিন

By Daily Satkhira

June 08, 2017

নিজস্ব প্রতিবেদক : অবশেষে সাতক্ষীরা বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের স্থায়ী ঠিকানা করে দিলেন জেলা প্রশাসক আবুল কাশেম মো: মহিউদ্দিন। বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয়ের নির্ধারিত স্থান সরজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক। এসময় সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদরের সহকারী কমিশনার (ভূমি) দেবাশিষ চৌধুরী, বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম, সার্ভেয়ার বরকতউল্লাহসহ ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা এবং বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের শিকক্ষ কর্মচারিবৃন্দ।

সিমানা নির্ধারন কাজ পরিদর্শনকালে জেলা প্রশাসক আবুল কাশেম মো: মহিউদ্দিন  বলেন, প্রতিবন্ধী স্কুল এখন আর ভাড়া বাড়িতে নয়। নির্ধারিত স্থানে তাদের উপযুক্ত করে তৈরী করা হবে বহুতল ভবন। শিক্ষা, ক্রীড়া, সাংস্কৃতি এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ সবই তাদের উপযুক্ত করে এভবন নির্মানের কাজ খুব শ্রীঘ্রই শুরু হবে। তিনি আরও বলেন, প্রতিবন্ধীরা আমাদের সম্পদ। উপযুক্ত প্রশিক্ষনের মাধ্যমে আমরা তাদের বিভিন্ন কাজে লাগাতে পারিতাহলে তারা বোঝা নাহয়ে সমাজের সহায়ক সম্পদ হিসাবে গড়ে উঠবে। উল্লেখ: ভূমি মন্ত্রনালয়ের অনুমোদন সাপেক্ষ সাতক্ষীরা সিটি কলেজের পিছনে কাশেমপুর মৌজার ১০ শতাংশ জমি গত ৩ মে ২০১৭ তারিখে উক্ত বিদ্যালয়ের নামে দলিল সম্পন্ন করা হয়।