নিজস্ব প্রতিবেদক : আকস্মিক ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত শিবপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি পরিদর্শন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ হতে টিন ও সদর উপজেলা পরিষদ হতে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা চত্বরে বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে’র বরাদ্দ হতে ৫ বান টিন ও সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ থেকে ৩০ হাজার টাকার সহায়তা তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জালাল উদ্দিনসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ। এসময় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল বলেন, ‘যে কোন ধরনের দুর্যোগে প্রাথমিক ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সদর উপজেলা পরিষদ সার্বক্ষণিক সতর্ক রয়েছে। গতকাল ঝড়ে শিবপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি ক্ষতিগ্রস্ত হয়। আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করি এবং এ সহায়তা প্রদান করেছি। যাতে শিক্ষার্থীদের লেখা পড়া চলমান থাকে। আমরা চাই সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ হবে একটি আধুনিক ও মডেল উপজেলা পরিষদ। এভাবেই আগামী দিনে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।’