সাতক্ষীরা

উপকুলীয় অঞ্চলে টেকসই বেড়ীবাঁধ ও সুপেয় পানির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন

By daily satkhira

March 21, 2022

আসাদুজ্জামান : সুপেয় পানি, টেকসই বেড়ীবাঁধ, দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলকে দূর্যোগ ঝুঁকিপূর্ন এলাকা ঘোষণা ও জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বেসরকারী সংগঠন (জলবায়ু অধিপরামর্শ ফোরাম) আয়োজনে সোমবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসন চত্বরে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জেলা নাগরিক কমিটির আহবায়ক অধ্যক্ষ আনিসুর রহিমের সভাপতিত্বে ও জেলা গণফোরামের আহবায়ক আমিনুল খান বাবলু’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাড. আবুল কালাম আজাদ,

জেলা ওয়ার্কাস পার্টির সম্পাদক অ্যাড. ফাহিমূল হক কিসলু, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মুশফিকুর রহমান মিল্টন, জেলা জাতীয়তাবাদী মহিলাদলের সভাপতি ফরিদা আক্তার বিউটি প্রমুখ।

বক্তরা বলেন, উপকূলীয় অঞ্চলের বেড়িবাঁধকে পুঁজিকরে কিছু সরকারি কর্মতকা ও জনপ্রতিনিধিদের ভাগ্য বদলেছে কিন্তু উপকুলীয় অঞ্চলের মানুষের ভাগ্য বদল হয়নি। এমনকি বেড়িবাঁধ যেমন ছিলো তেমনি রয়ে গেছে। উপকূলীয় এলাকার মানুষের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য তাদের একটাই দাবী টেকসই বেড়ীবাঁধ ও সুপেয় খাবার পানি।

বক্তারা এ সময় সুপেয় পানি, টেকসই বেড়ীবাঁধ দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলকে দূর্যোগ ঝুঁকিপূর্ন এলাকা ঘোষণা ও আগামী জাতীয় বাজেটে উপকূলী অঞ্চলে বিশেষ বরাদ্দের জোর দাবী জানান। মানববন্ধন শেষে তারা সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।