সাতক্ষীরা

দলিত জনগোষ্ঠীর মানবাধিকার প্রতিষ্ঠায় সাতক্ষীরায় মানববন্ধন ও র‌্যালি

By daily satkhira

March 23, 2022

আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস’২২ উদযাপনে দলিত জনগোষ্ঠীর মানবাধিকার প্রতিষ্ঠায় সাতক্ষীরায় মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ‘আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবে’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিবসটি উদযাপন কর্মসূচির আয়োজন করা হয়। বুধবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন,

বাংলাদেশ দলিত যুব ঐক্য পরিষদের বিভাগীয় সভাপতি সুব্রত কুমার দাশ, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দাশ, সদস্য মন্টু কুমার দাশ, বাংলাদেশ দলিত যুব ঐক্য পরিষদের জেলা কমিটির সভাপতি সুমন দাশ। মানুষের জন্য ফাউন্ডেশন, ইউকে এইডের অর্থায়নে দলিত ও সম্প্রীতি ফোরাম এর বাস্তবায়নে বাংলাদেশ দলিত যুবঐক্য পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার পরিচালনায় অনুষ্ঠান সঞ্চালনায় করেন দলিত সংস্থার নির্বাহী পরিচালক স্বপন কুমার দাশ। মানববন্ধন শেষে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি সহকারে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে উপস্থিত হন। পরে দলিত হরিজন জনগোষ্ঠীর মানবাধিকার প্রতিষ্ঠায় বৈষম্য বিলোপ আইন প্রনয়ন, সরকারের নির্বাচনী ম্যানিফেস্টের প্রতিশ্রুতি বাস্তবায়ন,

বৈষম্য বিলোপ আইন এর আলোকে সেবা প্রদান যুগোপযোগী করা, দলিত হরিজন শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশাধিকার নিশ্চিত করা, সিটি কর্পোরেশন ও পৌরসভায় হরিজন সম্প্রদায়ের জন্য চাকুরী নীতিমালা যুগোপযোগী করা, সরকারের গৃহায়ন কর্মসূচী বাস্তবায়ন ও হরিজনদের খাস জমি বন্দোবস্ত, সরকারি সেফটিনেট কর্মসূচীতে দলিতদের অন্তর্ভূক্তি, আদমশুমারী বা জাতীয় জরিপে দলিত সম্প্রদায়কে আসন সংরক্ষণের ব্যবস্থা নিশ্চিত এর মানবতার ১০ দফা দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি