সাতক্ষীরা

সাতক্ষীরায় জেলা জাতীয় পার্টির মানববন্ধন

By daily satkhira

March 23, 2022

নিজস্ব প্রতিনিধি : নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা জেলা পার্টি। বুধবার (২৩ মার্চ) বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে জেলা জাতীয় পার্টির আয়োজনে সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ¦ শেখ আজহার হোসেন এঁর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাধারণ সম্পাদক শরীফুজ্জামান বিপুল, জেলা ছাত্রসমাজের সভাপতি ও সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল, ইমামুল মসলেমিন দাদু,

মো. আকরাম হোসেন খান বাপ্পী, শেখ শাখাওয়াতুল করিম পিটুল, জেলা যুব সংহতির সভাপতি মো. আশিকুর রহমান বাপ্পী, সাধারণ সম্পাদক মো. আবু তাহের, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাধারণ সম্পাদক শরীফুজ্জামান বিপুল, ইমামুল মসলেমিন দাদু, মো. আকরাম হোসেন খান বাপ্পী, শেখ শাখাওয়াতুল করিম পিটুল, জেলা যুব সংহতির সভাপতি মো. আশিকুর রহমান বাপ্পী, সাধারণ সম্পাদক মো. আবু তাহের প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, “দেশে যেভাবে চাল, ডাল, পেঁয়াজ ও ভোজ্যতেলের মত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে বাড়ছে,

তা নিয়ে নিম্ন ও মধ্য আয়ের মানুষ আজ দিশেহারা হয়ে উঠেছে। শিগগিরই অসাধু ব্যবসায়ীদের লাগাম টেনে ধরতে হবে এবং এর সাথে জড়িত তাদেরকে বিশেষ ক্ষমতা আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন জাঁতাকলে পড়ে অতিষ্ঠ হয়ে উঠেছে খেটে খাওয়া সাধারণ মানুষ। সে জন্য চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্যব্যবহার্য জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।” এসময় জেলা, উপজেলা, পৌর জাতীয় পার্টি ও জেলা জাতীয় ছাত্র সমাজসহ বিভিন্ন ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রসমাজের সভাপতি ও সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল।