সাতক্ষীরা

সাতক্ষীরায় মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ ১১ দফা দাবীতে মানববন্ধন

By daily satkhira

March 23, 2022

আসাদুজ্জামান ঃ শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারী ও বেসরকারী বৈষম্য দূরিকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ ১১ দফা দাবীতে সাতক্ষীরা মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়। মানববন্ধনে কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহেরের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রুস্তম আলীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সংগঠনটির সাধারণ সম্পাদক বাবু বিশ^জিৎ রায়, সহ-সভাপতি বাবু অজয় কুমার ঘোষ, আব্দুল হক, বাবু অলক কুমার ঘোষ, মাধবী রানী মন্ডল, আব্দুল মালেক প্রমূখ। বক্তারা বলেন, মুজিববর্ষেই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করতে হবে। আসন্ন ঈদের পূর্বেই সরকারি শিক্ষক ও কর্মচারীদের ন্যায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ী ভাড়াও চিকিৎসা ভাতা প্রদান করতে হবে। বক্তারা এসময় স্বীকৃতি প্রাপ্ত সকল সকল শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তিকরনসহ ১১দাবি তুলে ধরেন সরকারের কাছে।