সাতক্ষীরা

একটি মানবিক আবেদন

By daily satkhira

March 23, 2022

আমি শেখ হারুন উর রশিদ, পিতা- শেখ আব্দুর রশিদ, গ্রাম-সুলতানপুর, ডাকঘর ও জেলা-সাতক্ষীরা। দপ্তর সম্পাদক সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ। সম্প্রতি জন্ম নিবন্ধনের নামের / বয়সের/ ঠিকানার সংশোধনীর জন্য ভুক্তভোগীরা আবেদন করছে।

এই আবেদন পৌরসভা, সদর উপজেলা ও ডিডিএলজি কর্তৃক অনুমোদিত হওয়ার পর গ্রাহক সেবা পায়। কিন্তু পৌরসভায় লোকবলের অভাব। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রায়শ বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করার কারনে সময় দিতে পারেন না। আর ডিজি এলজি কর্মকর্তা তার প্রশাসনিক কর্মব্যস্ততার কারনে তিনিও ঠিকমত সময় দিতে পারেন না। এমনও দেখা গেছে ৬ মাস পূর্বে আবেদন করলেও তার নিস্পত্তি এখনো পায়নি।

এরপর অর্ধ শিক্ষিত ও নিরক্ষর মানুষের ভোগান্তি বেশি। তাই মানবিক কারনে সরকারের এই ডিজিটাল পদ্ধতি মানুষের জন্য ভালো। কিন্তু প্রশাসনিক জটিলতার কারনে মানুষ খুবই বিরক্তি বোধ করছে। তাই পৌরসভার লোকবল বৃদ্ধিসহ উপজেলা এবং জেলা পর্যায়ের নির্ধারিত এক কর্মকর্তাকে সার্বক্ষনিক এই কাজে নিয়োগসহ সার্ভার সঠিকভাবে কাজ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি। প্রেস বিজ্ঞপ্তি