তালা

তালায় নাশকতা মামলার আসামিকে উপাধ্যক্ষ পদে নিয়োগ!

By Daily Satkhira

June 08, 2017

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার সুভাষিণী হাজী মেহেরুল্লাহ ফাযিল মাদরাসায় অর্থের বিনিময়ে নাশকতা মামলার আসামিকে উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে! নাশকতা মামলার আসামির নাম মোঃ জহুরুল ইসলাম। সে তালা উপজেলার পাটকেলঘাটা থানার যুগিপুকুরিয়া গ্রামের মাওঃ সামছুর রহমানের পুত্র। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৯/০৩/২০১৭ ইং তারিখে সুভাষিনী হাজী মেহেরুল্লাহ ফাযিল মাদরাসায় মোটা অর্থের বিনিময়ে উপাধ্যক্ষ পদে নিয়োগ প্রদান করা হয় মোঃ জহুরুল ইসলামকে। জহুরুল ইনলাম সক্রিয়ভাবে জামায়াত-শিবিরের রাজনীতিতে সম্পৃক্ত। তার বিরুদ্ধে সরকারি গাছ কাটাসহ নাশকতামূলক ২(দুই)টি মামলা চলমান আছে। সুভাষিণী ফাযিল মাদরাসার অধ্যক্ষ মোঃ আলী হায়দার এবং অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ এর চক্রান্তে নাশকতায় জড়িত থাকা সত্বেও মোটা অংকের টাকার বিনিময়ে তাকে নিয়োগ প্রদান করা হয়েছে বলে বিশ^স্ত সূত্রে জানা গেছে। উপজেলা শিক্ষা অফিসারের স্বাক্ষরিত মামলাধারী ব্যক্তির তালিকা থাকা সত্ত্বেও অনলাইন এমপিওভুক্তির জন্য তার ফাইলটি ফরোয়ার্ড করে জেলা শিক্ষা অফিসে পাঠানো হয়েছে। এলাকাবাসী ও কয়েকজন শিক্ষক জানান, সুভাষিণী ফাযিল মাদরাসাটি প্রতিষ্ঠালগ্ন হতে আজ পর্যন্ত অত্র প্রতিষ্ঠানের নামে বা প্রতিষ্ঠানের কোন শিক্ষকবৃন্দের নামে কোন মামলা নেই কিংবা কেউ নাশকতামূলক কোন কর্মকা-ের সাথে জড়িত নয়। সুভাষিণী ফাযিল মাদরাসার বিগত দিনের সকল পাবলিক পরীক্ষার রেজাল্ট অত্যন্ত সন্তোষজনক। তাছাড়া ২০১৬ সালের শিক্ষা জরিপে অত্র প্রতিষ্ঠানটি মাদরাসা পর্যায়ে সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ মাদরাসা নির্বাচিত হয়েছে। জহুরুল ইনলাম অত্র প্রতিষ্ঠানের যোগদান করেই জামায়াত শিবিরের রাজনৈতিক কর্মকা- বিস্তার করার পায়তারা চালাচ্ছে বলেও অভিযোগ উঠেছে। বর্তমানে এলাকাবাসীসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা এহেন ব্যক্তিকে নিয়োগ প্রদানের কারণে ভীত-সন্ত্রস্ত। তারা বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষামন্ত্রীর  হস্তক্ষেপ কামনা করছেন।