সাতক্ষীরা

সাতক্ষীরা বিচার বিভাগের আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বিশেষ সেমিনার

By daily satkhira

March 26, 2022

প্রেস বিজ্ঞপ্তি :  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বিচার বিভাগ, সাতক্ষীরার আয়োজনে বিশেষ সেমিনার “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও বাংলাদেশের স্বাধীনতা ” অনুষ্ঠিত হয়েছে।

শনিবার অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারজন আইনজীবী ও বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোস্তফা নুরুল আলম, এ্যাড. মোঃ মোসলেম উদ্দিন, এ্যাড. জহুরুল হুদা ও এ্যাড. মোঃ ইউনুছ আলী। বিশেষ সেমিনারে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক ( জেলা ও দায়রা জজ) এম জি আজম , বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ূন কবীর, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিশ্বনাথ মন্ডল , বিচার বিভাগ, সাতক্ষীরার বিচারকবৃন্দ, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর এ্যাড. আব্দুল লতিফ, বিজ্ঞ সরকারী কৌসুলি এ্যাড. শম্ভুনাথ সিংহ, সাংবাদিক ও উভয় আদালতের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানের প্রারম্ভে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন ও লাল সবুজের উত্তরীয় পরিয়ে দেন অনুষ্ঠানের সভাপতি সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। সভাপতির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ বলেন, “বাংলাদেশ শুধু টিকে থাকার জন্য জন্মগ্রহণ করে নি বরং বাংলাদেশ বিশ্ব জয় করার জন্য জন্মগ্রহণ করেছে”।

তিনি আরো বলেন – “আমাদের হাতে ট্রাম্প কার্ড হলো বঙ্গবন্ধুর জীবন ও জীবনাদর্শ, তাঁর জীবনাদর্শ হতে যদি শিখতে পারি তবেই তাঁর প্রতি অসীন ঋণের কিয়দংশ হলেও শোধ করা সম্ভব হবে।”

এছাড়া অতিথি মুক্তিযোদ্ধাবৃন্দ তাঁদের মুক্তিযুদ্ধকালীন অভিজ্ঞতা বর্ণনা করেন যা উপস্থিত সুধীজনের হৃদয় ছুঁয়ে যায়। এছাড়া বক্তব্য প্রদান করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক ( জেলা ও দায়রা জজ) এম জি আজম , বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ূন কবীর , অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিশ্বনাথ মন্ডল ,বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ রাখিবুল ইসলাম, বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ ফারুক ইকবাল, জেলা লিগ্যাল এইড অফিসার মনিরুল ইসলাম, বিজ্ঞ সহকারী জজ মোঃ এলিয়াম হোসেন,বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর এ্যাড. আব্দুল লতিফ, বিজ্ঞ সরকারী কৌসুলি এ্যাড. শম্ভুনাথ সিংহ, জুডিসিয়াল পেশকার মোঃ ইদ্রিস আলী, জেলা জজ আদালতের জারিকারক মোঃ দ্বীন ইসলাম।

সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের কবিতা “কোথা হতে এসেছে স্বাধীনত” আবৃত্তি করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার ও সহকারী জজ জেবুন্নেছা। উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানের পূর্বে স্বাধীনতা দিবসের দিনের শুরুতে সিনিয়র জেলা ও দায়রা জজ সস্ত্রীক, বিজ্ঞ বিচারক, নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ) ও বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের ফেস্টুন উত্তোলন করেন, শান্তির প্রতীক কবুতর উড়িয়ে দেন ও কুচকাওয়াজ পরিদর্শক করেন।