দেবহাটা

দেবহাটায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

By daily satkhira

March 26, 2022

দেবহাটা ব্যুরো : দেবহাটায় যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল সকাল ৭ টা ৩০ মিনিটে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন। পুষ্পমাল্য অর্পন করেন দেবহাটা উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদ, দেবহাটা থানা,দেবহাটা উপজেলা আওয়ামীলীগ,দেবহাটা রিপোর্টাস ক্লাব দেবহাটা কলেজ, দেবহাটা বিবিএমপি (মডেল) হাইস্কুল, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সমাজসেবী সংগঠন।

পরে সকাল ৮ টায় দেবহাটা ফুটবল মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে ডিসপ্লে প্রদর্শন করা হয়। এছাড়া সকাল সাড়ে ১০ টায় ক্রীড়া অনুষ্ঠান ও পরে সকাল ১১ টায় দেবহাটা মুক্তমঞ্চ চত্বরে এক মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান।

বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি। উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইনের দেবহাটা উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক শেখ আনোয়ারুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুল মাবুদ গাজী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী,

বীর মুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাৎ উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবু রাহান তিতু , প্রেসক্লাবের সভাপতি আবদুর রব লিটু প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন মুক্তিযোদ্ধাবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিক সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।